বড় অসময়ে আমায় খুঁজলে নীলাঞ্জনা!
বড় অবেলায় চাইলে আমার ঠিকানা!
প্রকৃতির চক্রান্তে-
কতখানি বদলে গেছি আমি,
তুমি আমায় না দেখলে বিশ্বাসই করবে না।
মুছে গেছে জীবনের যত আবেগ,
বেড়েছে এখন জীবনের গতিবেগ!
এখন আর অতীত নিয়ে ভাবি না।
ব্যস্ত আমার বর্তমানের আঙিনা।
ব্যস্ততার গতিপথে কেমন যেন-
ঘোরের মাঝে সময় ফুরিয়ে যায়!
নিজেকে নিয়ে আর ভাবা হয় না।
নিজের অজান্তেই -
নিত্যদিন সুর্যাস্ত হয়ে যায়,
সুখের সংজ্ঞা বদলে যায়,
প্রত্যাশা আর প্রাপ্তির ভুল যোগফলে
হিসাব যখন মেলেনা,
বড় অসহায়,বড় একা লাগে নিজেকে,
তখন নানা মনগড়া দর্শনে,
নিজেকে দিই সান্ত্বনা।
কোন অবসর অপরাহ্নে এসে,
আমায় দেখে যেয়ো।
দু'ফালি বিস্কুট আর ধুমায়িত লাল চায়ে,
চুমুক দিয়ে তোমার স্পর্শ রেখে যেয়ো।
ফিরে গিয়ে লিখে ফেলো-
আমায় নিয়ে তোমার "অলীক কল্পনা"!