আমি যখন আমাকে বুঝতে পারলাম,
অতোক্ষণে আমার পেছনে ফেরার সব পথ-
বন্ধ হয়ে গেছে।
অবশিষ্টের মধ্যে শুধু-
অনন্ত অপেক্ষাটুকুনই রয়ে গেছে।
যদি বল এ অপেক্ষা কিসের?
তাহলে তাকিয়ে দেখ-
আমার দুচোখের ভিতর।
ভালো করে দেখো-
জীবন কতটা মুখ ফিরিয়ে নিলে,
এই পৃথিবী হয়ে যায় বিরানভূমি,
অনুভূতিগুলো হয়ে যায়,
মহাকালের দুর্ভেদ্য পাথর।
মাঝে মাঝে মনে হয়,
বড় অশুভ লগ্নে জন্মেছিলাম।
কেন না-
আমি মুখোশ নিয়ে আসিনি পৃথিবীতে,
মুখ নিয়ে এসেছিলাম।
মুখোশের কাছে আজ,
এক নিদারুন অপমানে,
মুখটাই বেঁচে দিলাম।