জনাব,
আপনি যে একজন জনদরদি সমাজসেবক,
এ বিষয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নাই।
তাইতো, আমরা আপনার কাছে,
সবিনয়ে জানতে চাই।
আমাদের জানামতে, আপনার দৃশ্যমান কোন আয় নাই,
তাহলে কি করে আপনিএতো বিলাসিতায় চলেন ভাই?
জনসেবা করতে করতে আপনিতো পুরোদস্তুর ক্লান্ত।
প্রশ্ন হচ্ছে বিশাল অংকের আয় ছাড়া-
বাড়ী, গাড়ী, ব্যাংক ব্যালেন্স হয় কি করে, বলুন তো?
আমরা জানি,
সেবক হিসেবে আপনি ঢের বেশী স্বচ্ছ!
কিন্তু, আপনার রাতারাতি  সফলতার পথটা যে,
এখনো আমাদের কাছে অস্বচ্ছ!
লোকে বলে,
থানা,পুলিশ, আমলা -সবাই আপনার কথায় চলে।
কারণ টা কি আপনার রাজনৈতিক ক্ষমতা,
নাকি, সেবক হিসেবে আপনার সততা?
বিভিন্ন টক শো,আর সেমিনারে,
আপনি বলে থাকেন-
আপনার সততায় বিরোধীরা জ্বলে মরে।
তাহলে আপনাকে নিয়ে-
এতো সমালোচনা কেন হাটে বাজারে?
আপনি এও বলেন-
জনপ্রিয়তায় আপনি সবার উপরে।
তাহলে ভোটের আগে টাকার থলে নিয়ে,
কেন ঘুরেন দ্বারে দ্বারে?
আপনি নাকি গণতন্ত্রে বিশ্বাসী,
তাহলে, আপনার গঠনমূলক সমালোচনা,
অন্যরা করতেই পারে।
কেন তাদের বন্ধু ভাবেন না?
শত্রু বানিয়ে কেন পাঠাতে চান পরপারে?
আপনি জনকল্যাণে যা করেছেন,
জনগন তা ভালোই বুঝতে পারে।
আপনাকেই কেন ভালত্বের ঢোল,
পেটাতে হয় বারে বারে?
গণতন্ত্রের আসল কথাই তো জনগন,তাইনা?
তাহলে তারা তো তাদের প্রতিনিধি  হিসেবে,
যে কাউকে আনতে পারে।
তাই যদি হয়,
আপনাকেই কেন ক্ষমতায় আসতে হবে-
বারে বারে?
আপনি না সেবক?
সেবায় কি এমন লাভ?
নাকি হেরে গেলে বিনিয়োগ ভেস্তে যাবে,
হয়ে যাবে সীমাহীন সয়লাব?
দয়া করে  দেবেন কি সদুত্তর?
নাকি আপনার চির চেনা অভ্যাসেই বলবেনঃ
চুপ কর কুত্তা, শুয়োর!
খুব তাড়াতাড়ি  তোকেও সরাবো,
ব্যবস্থা করবো তোর!!