বিদায় হে শহর
তুমি ভাল থেকো, আমি থাকি বা নাথাকি
ফিরে আসুক সেই সুদিন, খেলুক পাখপাখালি


বিদায় হে শহর ঢাকা বিদায় তোমায়
ফাঁকা হলে পথঘাট তুলবে না জানি হাই  
বুক ভরে শ্বাস নিও, আমি তবে যাই
সবুজ শ্যামল প্রাণবন্ত রূপ আমিও চাই


শুকিয়ে গেছে বুক তোমার ফটিক জলধারা
ফুসফুসে জমে আছে নানান বিষ শনাক্ত করা
ঘেনঘেনে যন্ত্রের বড্ড বেড়েছে জটলা
নির্বিগ্নে যায়না আজ এখানে পথ চলা


ক্ষমিও সে অপরাধ আমরা করেছি ভাগাড়
ভূমি দস্যুরা মিলে খেয়েছে সব জলাধার
গগনচুম্বী অট্টালিকায় ঢেকেছে তোমার আকাশ
বাশ অযোগ্য হয়েছে তবু করেছি বসবাস

ফুটুক ফুল আবার ফিরুক গুঞ্জরিত অলি
সেই আশিস রেখে আমি গাঁয়ের পথে চলি


২৬ আষাঢ় ১৪২৭,
১০ জুলাই ২০২০