যদি দুঃখ নাও ঘোচে


কোন একদিন,
সব খুলে বলে যাবো, পৃথিবীকে
জমিয়ে রাখা যত কষ্ট,
কষ্ট থেকে জন্ম নেয়া ঘৃণা।


সয়ে যাওয়া তুচ্ছতাচ্ছিল্য
অকারণে অবহেলা
রিক্ততা তিক্ততা
সব লাঞ্ছনা গঞ্জনা।।


কটমট করা সেই দাঁতের
আঙুল তুলে শাসানোর
হুংকার করা ত্রাসের
রাঙানো চোখের ভয়ের কথা


বঞ্চিত করা অধিকারের
সঞ্চিত গোপন সম্পদের
পদে পদে বাঁধা দেয়া
গোপন বিধি নিষেধের ব্যথা


কূটবুদ্ধি আর শঠতা
লোলুপ স্বপ্নের  
লালিত কাল নাগিনী
লুণ্ঠিত জীবনের


নিরবে ঝরে যাওয়া
শতসহস্র অশ্রু রাশি
দগ্ধ অন্তর হতে
উদগিরিত হাসি


কম্পিত হৃদয়ের
লুকনো লজ্জার
কেন সর্বহারা
কেন আজ সোচ্চার


বলে দেব একে একে
নির্দ্বিধায় নিঃসংকোচে
বলে দেব সবকিছু
যদি দুঃখ নাও ঘোচে