আবছা আঁধারে ডুবে আছে ধরণী
কোলাহল শুরু হল, তবু যেন যামিনী
প্রকৃতির চাপা ক্ষোভ, তাই বুজি এই রুপ!
কারো বুকে আর্তনাদ, কেউ বা আছে চুপ
কেউ আছে ভয়ে ভয়ে, বয়ে যায় বেলা
যার আছে কাঁধে ভার, বেয়ে যায় ভেলা
না মানি ঝড় বাদল, ছারি গৃহ শয্যা কোল
উর্ধ্বশ্বাসে ছুটে চলি,নিয়ে বাঁচিবার মনোবল


30/04/2018
Dhaka