যার গেছে শুধু তারই শোক
বাকি সব মায়া কাঁদন
দুদিনেই ভুলবে সবাই
ভুগবে আপন সারা জীবন


ঘটা করে হবে তদন্ত,
কত নামের হবে কমিটি!
প্রতিবেদনে লিখবেন তাঁরা
কোথায় কি কি, ছিল ত্রুটি


অবশেষে ঘুমিয়ে যাবে
করবে না কেউ মাতামাতি
যার গেছে শুধু তারই শোক
কেউ হবেনা দুঃখের সাথী


মাস ঘুরতেই আবার হবে
একই ভুলের পুনরাবৃত্তি
গুণীজনেরা  ফাটিয়ে গলা
বলবেন কোথায় ছিল আপত্তি


এমনি ভাবেই কাটবে জীবন ?
সমাধান কিছু হবেই না ?
যার গেছে শুধু তারই শোক
জীবন জুড়ে শুধু কান্না


চোর পালালেই বুদ্ধি বাড়ে
কাজের সময় হুঁশ থাকেনা
চুরির আগে দেখে শুনে
ঠিকঠাক কেউ রাখে না


যদি কর্তৃপক্ষ সঠিকভাবে
খুঁজে আনেন ভুল ত্রুটি
যুগোপযোগী সংশোধন
করতে পারেন প্রতিটি


তবেই যাবে দুঃখ সবার
নিরাপদ রইবেন, সব যাত্রী
ঘুরে ঘুরে আসবেনা আর
বিভীষিকার কালো রাত্রি


শনিবার
১৯-জমাদিউল-আউয়াল-১৪৪৩ হিজরী
০৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ
২৫ ডিসেম্বর ২০২১