উত্তাল পদ্মার বুকে
জাহাযের নাকে বসে আছি
একা একা
রাতের এ মায়াবী  দৃশ্যের  স্বাদ  আস্বাদের চেষ্টা করছি


পর্বত  উচু ঢেউ গুলো
বুকের গহিনে নারাদিয়ে গেল
একে একে সৃতি গুলো


অবিরাম বয়ে চলা  মিষ্টি বাতাস
ছড়াল সেই চেনা সুবাশ


আকাশ নদীতে মিশে একাকার
যেখানে ঠিক দিগন্ত
ভাবছি আমি , এ জাহায চলবে কি অনন্ত !


ঘোলাটে আলোয় উরছে
ছোট ছোট পাখি আর পতঙ্গ


এখানেই  জুরাল আমার
সঙ্গ বিহীন অঙ্গ  


১৬ জুলাই ২০১৪
কেওড়া কান্দি , মাদারি পুর