যার  ললাট জুরে
অমঙ্গলের কালি
মঙ্গল সেধে সেধে দেখাবে
তারও যে আছে রুপ রুপালি


বহু প্রতীক্ষিত মিলন  হেরিতে
ছিলাম আশা নিয়ে


বুকের আশা বুকেই রইল
হতাশার রুপ নিয়ে


নিত্য যার ছিল যাতায়াত
অমাবস্যা পূর্ণিমায়
অভিসারিণী হয়তো বা লাজে
মুখটা রেখেছে লুকায়


মেঘেরাও আজ একেবারে নিরলাজ
দেখতেই দিলনা কেমন সে সাজ


২৮/০৮/২০১৪
ঢাকা