নিশিদিন কোলাহল
ছিল যেথা
সেথা আজ একি
সুনসান নীরবতা!


পেঁ পোঁ ভেঁপু
টুংটাং বাজনা
চুপ হয়ে গেল সব
এখন আর বাজেনা!


আলো জ্বলে জানালায়
রুদ্ধ দুয়ার
উঁচু উঁচু বাড়িগুলো
ভুতুড়ে পাহাড়


চেনা শহরের
চেনা অলিগলি
অজানা আতঙ্কে
ভয়ে ভয়ে চলি


মুখ গুলো বাঁধা সব
নানান মুখোশে
চেনা জনে চিনিনা
যদি বশে পাসে


ভাবি শুধু আনমনে
কেন এ ছদ্মবেশ
কেন বা ভুতুড়ে হল
আজ পুরো দেশ


ভাঙ্গিয়া নিস্তব্ধতা
কবে ফিরিবে কোলাহল
কবে যাবে এই রোগ
হবে দুনিয়া সচল


শুক্রবার
০৩ রমজান ১৪৪২ হিজরি
০৩ বৈশাখ ১৪২৮ বাংলা
১৬ এপ্রিল  ২০২১ ইংরেজি