সব দিয়েছি সব,গায়ের বসন
বাসন কোসন, বসার আসন,
থাকার ঘড়। তবু পর হয়নি আপন
সব দিয়েও পেয়েছি খ্যাতি,কেবল দুশমন


যে দিকে তাকিয়েছ, হাসি মুখে দিয়েছি ছেড়ে
ভাই,বোন ভেবেছি। আমিতো নেইনি কেড়ে


হাসি খুশি, চাওয়া পাওয়া, নিজ স্বাধীনতা
জীবনটাই দিয়েছি বলি,বলিনি কোন কথা


অস্থি হতে শুধু শাঁস টুকু দেবার আছে বাকি
তাও যদি চাও, মুখফুটে বল, বুক চিরে দেই ?
আমি সন্ন্যাসী হই, তোমারে দেই সব লেখি ?
অন্তরে ষোলকলা, জন সম্মুখে কোন রা নেই !


ভেজা বেড়াল ছদ্ধবেশে, কাল নাগিনী রেখেছি পুষে
সয়েছি হাজারো জ্বালা , ভেবেছি তা কপাল দোষে


ভন্ড, কপট সাধু, লোক দেখাতে তসবি হাতে জগদ্বন্ধু
আড়ালে তার লুকিয়ে আছে লোভের এক বিশাল সিন্ধু


যাই পাও কেড়ে নাও, কুকুর দাও লেলিয়ে
আমাকে ঠকাতে পেরে হাসো দাঁত খেলিয়ে


বাঁচার তাগিদে আমারও আছে প্রয়োজন
দেখেছি হাল চাল, এতদিন মেনেছি গুরুজন


খালি হাতে এসে পেয়েছ ঢের, নারী ,গাড়ি
বল শূন্য হাত, দেখি সমুদয় চাল সংসারী
আজ তুমি টাকা কুমির,তবু আমারে দাওনা ছাড়ি
শেষটা কি নিতে চাও তবে প্রাণ সংহারী ?


July 28, 2018