তুমি বল,
"আমি তোর শুভাকাঙ্ক্ষী "
তোমাকে তাই হাজার সালাম
পাপে না পুণ্যে জানিনা
তকদিরে তারে পেলাম


কারো সাত খুন মাফ,
আমার শুধু চলন বাঁকা
যতই বাজাও নিজের ঢোল,
হামবড়া, তুমি একচোখা


আমি যদি দেই নৈবেদ্য - প্রসাদ
তুমি বল দৃষ্টিকটু নয়ত বিস্বাদ
তবু দিতে হয়,দেই।
নাও গুনে গুনে
সুবিধাভোগীরা পায়ে ঠেলে দিলে,
দায় মেনে নাও টেনে


সময় অসময়ে শুনাও বয়ান
সবুরেতে মেওয়া ফলে
আমার থলে ফাঁকা কর তুমি
ছলে, বলে, কৌশলে


বোকার মতো শুনি আমি
তুমি ন্যায় বোঝো, নীতি বোঝো !
আমার তরফে বিচারে বসে
ঝোপ বুঝে তুমি, চতুরের কর পুজো


সামনে পেলে সুনামে আমার
মুখে তুলে ফেনা
তোমার বন্টনে আমার ভাগ্যে
খুত-কুরাও কেন জোটেনা !


নেবার বেলায় যাই হোক সে
বল " এ তো ফেলনা "
দেবার বেলায় উঁচু থাকে গলা
আরো হাজার বাহানা !


ধার দিলে তুমি হার নাই মান
ফিরে নাও তার দ্বিগুন
শাইলক তুমি। আমায় দেখাও
দোজকের আগুন !


তুমি দান কর, দুহাতে
নাম নিতে নয় মুখ রাখতে
মুখ দেখে দাও, চাটুকার- জোচ্চোর
সর্বংসহারে পার তুমি চোখ রাঙাতে


শক্ত লোখের ভক্ত তুমি
তাদেরই গাও গুনগান
আমার বেলায় কর তুমি
গরু মেরে জুতু দান


আজো বল
"আমি তোর শুভাকাঙ্ক্ষী"
তবুও জানাই হাজার সালাম
প্রতিদান চাইনি তাই
জেনে শুনে সব সয়ে গেলাম