হাঁটো তুমি বীর বেশে পোশাকে বাহার
সমীরণে দুলে বাবরি চুল তোমার।


বড় বড় চোখেতে তুমি চাও যখনি
প্রাণেতে প্রেমের পিপাসা লাগে তখনি।


হাসি ভরা মুখ দেখে বড় ভালো লাগে
চৈতন্য মনে কথা বলতে স্বাদ জাগে।


কোথা হতে আসো তুমি কোথা যাও চলে
বাড়ি তোমার কোন দূরে যাও না বলে।


তুমি আমার স্বপ্নের স্বর্গীয় পুরুষ
তোমায় দেখলে থাকে না আমার হুঁশ।


তোমা-প্রেমে পরে আমি হাবুডুবু খাই
তুমি যদি প্রেম দাও মনে দিবো ঠাঁই।


জড়াও মোরে পেশীবহুল বাহু বুকে
নাহয় যেন মরিব আমি ধঁকে ধুঁকে।