তোমার অপূর্ব রুপ ঝল মল করে
চাঁদের আলোক যেন গলে গলে পরে।
নদীর জোয়ার যেন অঙ্গে বয়ে যায়
শরতের কাশফুল বাতাসে দোলায়।
মাটিতে চরণ পরে দেহ খায় দোল
ধরণী নির্বাক চায় চক্ষু করে গোল।
জ্বলন্ত অগ্নি শিখায় পতঙ্গ ঝাপায়
তেমনি আমারি মন তোমাতে মিশায়।


এসো প্রিয়া হাঁটি পথে হয় হোক ভুল
দু'জনে প্রেমেতে মজে হই মশগুল।
সমাজ জীবনে যদি নাই নেয় মেনে
আমরা হারাবো দূর সুন্দরের বনে।
আমাদের প্রেম হোক স্বর্গ থেকে আসা
যে প্রেমের ক্ষয় নেই শুধুই ভালবাসা।