আঁড়ালে আঁড়ালে দেখি রূপের মাধুরী
তৃষা চোখ রূপ চুষে রূপ করে চুরি,
তোমার স্বর্গীয় রূপ জলমল করে
ফুল-পাখি সব মিছে এ রূপের দ্বারে,


লালসার এই মন ধরে রাখা দায়
দেহ মন বারবার তোমাকেই চায়,
তুমি জানো না মেয়ে তোমার রূপ নিয়ে
কবিতা গান নিত্য লিখে কলম দিয়ে,


কলমের কালি শেষ হয় বারবার
লেখা হয় না যে শেষ রূপের বাহার,
তোমার রূপের অনলে পুড়েছে দেশ
রাজা-প্রজা হয়েছে নিঃস্ব হয়েছে শেষ,


আমি কি হবো জানি না তোমার রূপেতে
হয়তো হবো লিখক লিখবো কালিতে।