বুলেট বুকে মরছে ধুঁকে বুকের মানিক,
"মানবতা" একটু এসে, দেখো খানিক।
মানুষ হয়ে কেন তাঁরা বন-বাঁদাড়ে?
মানবতা গুমরে কাঁদে দূর পাহাড়ে!
ঘর ছেড়ে আজ পরবাসী ঘরের মালিক,
খাঁচায় কি আর সুখে থাকে বনের শালিক?
বিশ্ব মাঝে ঠাঁই মেলেনা একটু যাদের,
মৃত্যু তখন মুক্তি পাওয়ার রাস্তা তাদের।
কোথায় যাবে, কোথায় পাবে মানবতা?
কেউ শুনেনা অসহায়ের আকুলতা!  
নীরব কেন বিশ্ব বিবেক, অন্ধ নাকি?
পাঞ্জেরী তোর রাত পোহাবার কত বাকি?
                      চট্টগ্রাম ৩০/০৮/১৭ ইং