আঁধারে আলো ছড়াও
তুমি শত্যের সন্ধানী,
জীবনের ঝির্ণ বর্ণমালার
হয়েছো করুণ কাহীনি।
ক্লান্তি লগ্নে ম’ম বিস্ফুরিত দগ্ধ হৃদয়ে
শুনায়ে যাই তোমায় শান্তনার দৃঢ় বিশ্বাসের বানী।
উজ্জ্বলের চেয়ে উজ্জ্বল  
তোমার সাদা মন,
তাই সয়ে যাও আমার ব্যর্থতার গ্লানি।  
ওগো বিশ্বাসের নদী প্রশংসার ঢেউ  
তোমায় এত ভালবাসি  
জানে আমার র'ব
আর জানেনা কেউ।  
চাঁদের উপমা দেবনা
সে তো দিবসে হারিয়ে যায়
সূর্যের কিরন তা ও বলবনা  
সে তো অস্ত যায়,
তুমি নক্ষত্র ও নও  
সে তো চাঁদের আলোয় নিজেকে রাঙ্গায়,
তুমি  ভালবাসার পাহাড় ফাটা ঝর্ণা
তোমার বয়ে যাওয়ার শ্রুত  
জানি আমার সাগরের সীমানা,
তুমি ধরনির শ্রেষ্ট বধূ আমার,  
খোদার দেয়া নিয়ামত!
ভালবাসার বন্ধনে যেন দু'জন  
বাঁধা থাকিতে পারি  
ময়দানে কিয়ামত।।