এক কাপ - চা !


আমিও খাবো কোনো এক পৌষের
সকালে কারো কাঁধে হাত রেখে,
এক চুমুক দেবো চার ঠোঁটে।
আলিঙ্গন মাখা প্রেমের তৃষ্ণাত্ব
দু'টি মন, আর এক কাপ চা!


আমিও খাবো কারো চোখে  চোখ-রেখে  
এক চুমুক দেবো চার ঠোঁটে!
কুয়াশার গগনে দৃষ্টি অগোচরে,
মেঘমালা যেন গড়েছে প্রাসাদ
চা-এর পেয়ালায় যেন অমৃত স্বাদ!


রাজা প্রজা সব-ই যেন মোরা!
লোকালয় বিহীন  অনন্য জগৎ!
সে যেন এক নতুন প্রেমের পৃথিবী।
প্রেমে বৃত্ত সোহাগের মুকুট পরা,
হারিয়ে যাবো মাতাল প্রেমে মোরা!


চার নয়নে হবে কথা,
দিবসে যেন আসে গভীরতা!
আমিও খাবো কোনোএক পৌষের
সকালে কারো কাঁধে হাত রেখে
চার ঠোঁটে এক কাপ চা!