শুধু জন্ম দিয়েছো বলে 'কি তুমি মা  ???  
       ★ উৎসর্গ  সকল মা'কে ★
                   শামীম আহমদী।


শুধু জন্ম দিয়েছো বলেই কি তুমি মা,
দিয়েছ রক্ত সঞ্চারে’র এক স্রোতের নদী
তৃষ্ণার্ত  অপদার্থ দেহ পেয়েছে সব-ই,
তোমার দেহ কুড়ে খেয়ে নেয় জনম
মানব রুপি প্রানি যখন,
সে তুমি আমার  মা!


শুধু জন্ম দিয়েছো বলেই কি তুমি মা,
বাঁচার জন্য খাদ্য পানি তোমার রক্ত দিয়ে পূরণ করেছো সব-ই,
রেখেছো লুকিয়ে স্ব'যত্নে হৃদয়ের সন্নিকটে
এক অমূল্য সিন্ধুকে।
সে তুমি আমার মা!


শুধু জন্ম দিয়েছ বলে কি তুমি মা,
দশ কেজি ওজন পেটে করিয়া ধারণ
কাজে কর্মে ছিলে মত্ত, বুকে ব্যাথার ছিলো কম্পন,
তিন’শত দশ দিন লয়ে ঘোরছো বোঝা,
অতিক্রম করেছো কষ্টের সীমারেখা,
সে তুমি আমার মা!


নালায়েক করে চটপট আসিতে দুনিয়ায়
কষ্টের যন্ত্রনায় ব্যকোল দিশেহারা মা'য়
সন্তানের মুখ দেখিয়া পাহাড় চাপা সব কষ্ট
ভুলিয়া মুখে সূর্য কিরন লয়ে হেসে মা'য়
নেয় বুকে জড়াইয়া,
সে তুমি আমার মা!


নিজের রক্তে গড়া দুগ্ধ করিয়ে পান
হাত ধরে শিখিয়েছ চলতে বলতে।
ছিলাম প্রানী করেছো মানুষ
তুমি খোদার অশেষ নেয়ামত,
সে তুমি আমার মা!


শূন্য থেকে শুরু,
শুরু থেকে বুড়ো
সবি-ই তোমার দান।
খোদার পরে মাগো
তোমার-ই স্হান।।
মা, মা,  মা!!!