চাইনি তোমার দালানকোঠা,
চাইনি অট্টালিকা-
চাইনি তোমার ঘরবাড়ি,
চাইনি দামি গাড়ি।
আমার হবে না তুমি,
তবুও ছিলাম-তোমার আশায়।
কেনো ভালবাসনি আমায়?
আমি শুধু চেয়েছি তোমায়!


এই বুকে মারলে বিষের তীর,
সারা অঙ্গ রক্তে ভাষায়-
পাগল হয়েছি আমি-তোমার নেশায়।
আমি শুধু চেয়েছি তোমায়!


কত কষ্ট বেদনা দিয়েছ আমায়,
একা একা কেঁদে চোখের জলে বুক ভাসায়।
আমি শুধু চেয়েছি তোমায়!


কোনো ভুল ছিল না আমার ভালবাসায়,
তবু কেনো ভালবাসনি আমায়?


আমি শুধু চেয়েছি তোমায়!