পাঠায়াছেন যিনি সৃষ্টি করিয়া,
তাহারে কেন গিয়াছ ভুলিয়া।
পাঠায়াছেন তিনি করিতে ইবাদত,
ফুর্তি রং তামাশায় কাটাইতেছ দিন রাত ।
এই দুনিয়ার মহে পড়িয়া_
গিয়াছ তুমি সব ভুলিয়া,
করিয়াছ যে শত শত পাপ,
জানো না তিনি করিবে কি মাফ।
মাফের আশায় তুমি রহিয়াছ বসিয়া,
ভাবিয়াছ তিনি দেবে না মাফ করিয়া।
সেই পাপের পাশ্চাত্যের লাগিয়া,
আসিবে আজরাইল যাইবে জান লইয়া।
চলিয়া যাইবে প্রাণ পাখিটা_
পড়িয়া রহিবে খাচা।
তোমাকে দুযখে পাঠাইয়া দিবে_
যাইবে তুমি পুড়িয়া।
এত যন্ত্রনার শাস্তি_
সহিবে কি করিয়া,
তাইতো তোমাকে এখনি_
হইতে হইবে সচেতন।