স্বাধীনতা-স্বাধীনতা-স্বাধীনতা,


বাঙালির কন্ঠে আজ একটি কথা;
চাই ফিরিয়ে আজ-সেই স্বাধীনতা।


  যে স্বাধীনতায-
নির্যাতিত হবে না-আর একটি মাতা।
ফিরিয়ে চায় আজ-সেই স্বাধীনতা,


  যে স্বাধীনতায-
বাংলার মানুষ আর-থাকিবেনা অনাহারে।
ভিজবে না আর কোন-চোখের পাতা।
বাঙালি এখন আর নেই তো ভীতু,
খুজিতে শিখিয়াছে মুক্তির সেতু।
দিয়েছে ডাক শেখ মুজিবুর,
কন্ঠে তুলিয়াছে স্বাধীনতার সুর।
বাঙালির মনে আজো সেই সুর,
আকুলে বেড়েছে মুক্তির জোর।


মুক্তির টানে অস্ত্র ধরে,
শত্রুকে করিয়াছে দূর বহুদূর।
যুদ্ধের মাঠে দিয়াছে জীবন,
মাতৃভূমিকে করিয়াছে আপন।


স্বাধীনতা রক্ষায় শহীদ হল যারা,
ত্রিভুবনে আজও অমর তারা।


এই ভুবনে থাকবে অমর তারা!