কথাটা তুমি ভেবনা যথা তথা,
এটাই বর্তমান সমাজের কথা।
অলিগলি রাস্তায় গুরুজনে পোস্তায়,
আজ এ সমাজে শান্তিটা কোথায়?


আজ এ সমাজে শান্তিটা কোথায়?


রাস্তায় পথিকের পা-টা চলেনা,
পত্রিকায় কলমে সত্যিটা বলেনা।
টাকা ছাড়া কারো চিকিৎসা মিলেনা!

টাকা ছাড়া কারো চিকিৎসা মিলেনা!


শিক্ষার নামে শুধু অটোপাস চলছে,
বাংলার সমাজকে মেধা শূন্য করছে।
অটোপাস দিয়ে অটো-চাকরি না হচ্ছে!


অটোপাস দিয়ে অটো-চাকরি না হচ্ছে!
বাংলার সমাজকে মেধা শূন্য করছে।


রাজনীতির নামে দেখ পেটনীতি চলছে,
পাতি কিছু নেতাগন পকেটটা ভরছে!
গনতন্ত্রের নামে এ'কি জুরমন্ত্র চলছে!
ভোট দিতে কেন চোট খেয়ে ফিরছে।


উন্নয়নের নামে দেশ মহাশুন্যে বাসছে!
চাউল কিনতে গিয়ে কেন চোখে জল আসছে?
দ্রব্য মূল্যের সাথে কেন আয়টা না বাড়ছে?


চাউল কিনতে গিয়ে কেন চোখে জল আসছে?

যে নামাজের বানী মোর রাসুলে বলেছে,
সেই নামাজ বল আজ কতজনে ধরেছে?
ধর্ম নিয়ে শুধু ব্যবসায় চলছে!


ধর্ম নিয়ে দেখ ব্যবসায় চলছে!
মুসল্লি নয় শুধু মসজিদ বেড়েছে!


মুসল্লি নয় শুধু মসজিদ বেড়েছে!


................................(প্রথম পর্ব)