চলতে চলতে পেরিয়ে গেল বেলা
কখন যে এলো জীবনের মধ্যগগন
কথা-কাজ একই রকম
সেই একই পথ, একই নিয়ম
একঘেয়েমি অবসাদে ক্লান্ত
আকাশে জমে থাকা পাথর-মেঘ
জমিনে পোড়া মাটির স্তূপ
এলোমেলো ভাবনায় মন উচাটন
মনের আকাশে উড়তে থাকে
রহস্যময় অচেনা ইচ্ছেঘুড়ি
লাগাম সুতা কেটে হাওয়ায় হারাবে
শৃঙ্খলার শেকল ছেঁড়া মুক্তি খোঁজে
বাঁধনহারা দুরন্ত মন
ছুটে যায় দিগন্তের কাছাকাছি
নৈঃশব্দের মাঝে
একাকী নির্জনতায় প্রশান্তির তালাশ।


ফিরোজ, ০৯/০৭/২০১৬
খুলনা হতে ঢাকার পথে, গোয়ালন্দ, রাজবাড়ি