এক পরিবার চার সদস্যের
খাদ্যবিহীন আজকে কয়েকদিন
দিনে আয় দিনে খায়, একমুঠো ভাত হয় না জোগাড়
লকডাউনে হলো কর্মহীন ।


ত্রাণের চালের দীর্ঘযাত্রা
আধ কেজি চাল যুদ্ধ চলে
অভুক্ত পেট দুর্বলতায় অধীর চিত্তে হাঁটতে থাকে
যদি পারে ছুটে চলে ।


তিড়িংবিড়িং ত্রাণ চোরাদের
বেসামাল, লজ্জাহারা, দাম্ভিকতা নাজ-নেয়ামতে
ক্ষুধায় কাতর ফরিদারা
জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে উন্মুক্ত-রাজপথে ।


Half a Kilo of Rice


A family consists of four members
Have been passed for a few days without food
To earn a day to spend the day, a handful of rice has not been arranged
They are jobless in lockdown.


The long journey of relief-rice
There is a struggle for half a kilo of rice
Walking in excited mind with the weakness of hunger
If can it will run to the spot.


Jumping of relief-thieves
Unrestrained, shameless, arrogant for the gifts and grace
The people like Farida are distressed in hunger
Losing consciousness, they fall on the open-highway.



ফিরোজ, মগবাজার, ২৭/০৪/২০২০