খোদা আমায় দিল-রে মন
অবাধ স্বাধীন করে
দেহটাতে বাঁধলো কষে
আটক জনম ভরে ।


ভবের মেলা লীলা খেলা
জীবন চমৎকার
ঘরের মাঝে অচিনপুরে
জগত মণিহার ।


মনটা আমার যায় হারিয়ে
সব সীমানা যায় ছাড়িয়ে
পিঞ্জরে হয় গড়াগড়ি
কেবলই ছটফট
আঁধার চিরে না হয় সকাল
মন দরিয়ার না পায় নাগাল
শূন্য ঘরে কিসের আওয়াজ
বাজে-রে ঘটঘট ?


বিধির খেলা আপনভোলা
না যায় ধরা মন পরিসর
রেখে অধীন করে স্বাধীন
নিত্য লড়াই জনমে ভর
দিবস-রাতি দেয় ঘোষণা
দেহের বেড়ি অদৃশ্যে ঘর ।


ভবের মেলা লীলা খেলা
জীবন চমৎকার
ঘরের মাঝে অচিনপুরে
জগত মণিহার ।


ফিরোজ, দিলকুশা, ২০/০৯/২০১৮