প্রলোভনের চকমকে বাক্সের প্রতি
চুম্বকের আকর্ষণ কার না থাকে!
আলোর প্রতি ছুটে যায় পাখনাওয়ালা পিপীলিকা
লাভ আর লোভে
গরীবের মেধা বড়লোকের পায়ে পড়ে
পালিয়ে গিয়ে আবদ্ধ হয় আধুনিক দাসত্বে
কৃষকের ছনের ঘর
চকচকে চোখে মোটেই ভাল লাগে না
হাতছানি দেয়
শহরের আলীশান অট্টালিকা
সুবিধা আর সম্পদ কেবল আসক্তি বাড়ায়
আপন জনে - আপন ভূমির প্রতি
ভালোবাসা গাঢ় না হলে
অন্তর ঢাকা পড়ে প্রতিশ্রুতিহীনতার চাদরে
মন, মনন, মগজ আর পায়ে পায়ে জোটে
আধুনিক দাসত্বের শৃঙ্খল …!


ফিরোজ, মগবাজার, ২৬/০৯/২০২১