আজ নয় খেলবার দিন সে
চারিদিকে চেয়ে দেখো ধ্বংস
দ্বিধা ছেড়ে হাত বাড়ো মিনসে
তুমি আমি সেসবের অংশ।


খোঁচাতে কলমে বাড়ে ধন পত্তি
নীরবে কান্নারা হু হু বাড়ছে
নিশীথে চর্চাতে বাঁধা পড়ে সত্যি
আশ্রয়ের কূলে পাপ গাড়ছে।


সীমানার সীমা কেন হারানো?
বিষ কাঁটা ভরা কেন ঝুলিতে?
আশপাশ গরলে, বুলি সব শেখানো
প্রাণ খায় জুলুমের গুলিতে।


জনতার চোখ থেকে তুলে নেয়
পাল্লাটা বন্দুকে ঝুঁকে আছে একপাশ
গড়া পেটা খবরে সে ধোঁকা  দেয়
সব দিকের গুঞ্জন, কথা হয় ফিসফাস।


এই সব বাঁধভাঙ্গা মিথ্যার জোয়ারে
আজ আর নয় কোন সন্ধি
জাগাবার মন্ত্র কড়া নাড়ে দোয়ারে
আজ আর নয় কোন বন্দী।


আজ নয় খেলবার দিন সে
দ্রোহে দ্রোহে জ্বলে ওঠো মজলুম-সৈন্য
ছেড়ে দাও বাঁশরী-বীণ সে
দ্বিধা ছেড়ে প্রতিবাদে উত্তাল-বন্য।


ফিরোজ, মগবাজার, ০৮/০২/২০২০