একটি আজব ঘর
সেথায় সবাই আপন, সবাই আবার পর
যা কিছু পায়, সব কিছু খায়
যুক্ত পরস্পর,
মণ্ডা মিঠাই নেয় জড়িয়ে
চেতনবাজের কেশ
ঐ দিগন্তে নড়াচড়া
হ্যাঁ রে, সময় আছে বেশ …!


একটি আজব শির
তেনার বয়ান চটুল, চিত্ত আবার ধীর
ছাতি ধরা পাতি নেতা
সেও যেনো বীর,
নীতির কথা নত করে
বিত্তে ভূষণ বেশ
ঐ দিগন্তে নড়াচড়া
হ্যাঁ রে, সময় আছে বেশ …!


একটি আজব স্বর
কণ্ঠ রাখেন গরম, ঝুটায় বেঁধে ঘর
ভণ্ড বয়ান শুনলে পরে
গায়ে ওঠে জ্বর,
সবকিছু তাঁর আপন হাতে
ভীষণ আজব দেশ
ঐ দিগন্তে নড়াচড়া
হ্যাঁ রে, সময় বুঝি শেষ …!


ফিরোজ, মগবাজার, ১৩/০৯/২০২১