ছোট্ট বেলায় হাতটি ধরে হাঁটতে তুমি
জাপটে ধরে বুকে আগলে রাখতে তুমি
কান্না পেলে আদর মাখা চুমু দিতে
ক্ষুধা পেলে খাবার মেখে মুখে দিতে
বায়নাগুলো মনের মতো মিটিয়ে দিতে
ব্যথা পেলে হাত দুটোকে বাড়িয়ে দিতে
এক ফোটা জল চোখের কোণে জমলে তুমি
মন ভুলানো কথার ডালি খুলতে তুমি
হতাম যখন মন খারাপের বৃত্তে বন্দী
অধীর হতে খুশির সংগে বাঁধতে সন্ধি
তোমায় দেখে একটু একটু বুঝতে শেখা
তোমার মাঝে আমার আপন আবীর মাখা
কাঁধের উপর যখন দেখি কঠিন বোঝা
স্মৃতির পাতায় তোমার মুখটি বারেক খোঁজা
হাতটি ধরে এখন হাঁটি আমিই বাবা
আমার মধ্যে তুমিই এখন, তুমিই বাবা ৷


ফিরোজ, মগবাজার, ২৫/০৫/২০২২