যদি মাটির অণুর সাথে একেবারে মিশে যাই
মিনতি! ঘাড় ফিরিয়ে একটিবার দেখে নিও
ইদানীং চুপি চুপি, পায়ে পায়ে নিঃশব্দে এগিয়ে যাও
তোমার কম্পনের মৃদু তরঙ্গ-
অজানা বাতাসের ঢেউয়ের উপর একটু একটু দোল খায়
জানি কোনদিনই আকাশের চাঁদ হতে পারবো না
কোমল আলোতে মন ভেজাবার মতো জ্যোৎস্নাও নই
অমাবস্যার অন্ধকারে যদি-
একটু একটু মিশে যায় আমার ছায়া
জানা আছে তোমার অলস হাত দুটি-
একটিও ক্ষণকালের প্রদীপ জ্বালাতে আগ্রহী নয়
তবুও মিনতি! তোমার দু-চোখের পলক-
আমার ছায়ার পাশ দিয়ে তীরের মতো ছেড়ে দিও
আজ যদি আমার দেহখানি-
মাটির অণুর সাথে একেবারেই মিলিয়ে যায়
চিরতরে হারিয়ে যাই অনন্তের পথে
ঘাড় ফিরিয়ে একটিবার দেখে নিও এমন মিনতি!
যদিও জানা আছে-
তোমার নিরুৎসুক বাহুযুগল আমার আলিঙ্গনে ভীষণ অনীহ
যদিও তুমি এক অনিচ্ছুক উপমা
তবুও সকাতর মিনতি!
তোমার চুলের গন্ধ দখিনা বাতাসে ছেড়ে দিও
আমার নিঃশ্বাসের গ্রন্থি তার স্পর্শ খুঁজে নেবে!


ফিরোজ, মগবাজার, ৩১/০৩/২০২২