সকালে ঘুম থেকে উঠে দেখি
হাতে জাহান্নামের আগুনের তাপ
আগুনে পুড়লে কয়লা বা ছাই হতে হয়
সে যেই হোক, যেমন হোক
নবাব কাটরা, নিমতলীর কয়লা-পোড়া
লাশেদের আত্মার চিৎকার আহাজারি
তারপরও চকবাজারের আবাসিক অন্দর
এক একটি জীবন্ত মাইন
বেনিয়ান উত্তাপে প্রচণ্ড বিস্ফোরণ
গনগনে হাবিয়ার উত্তাপ
এক, দুই, তিন, ক্রমাগত শবযাত্রা
কজন পুরুষ ! কজন মহিলা ! কয়টি নব দম্পতি !
কজন শিশু-কিশোর ! ... অগণিত পোড়া মানুষ
কয়েক দিনের শোক
কণ্ঠে কণ্ঠে গরম গরম স্বর, টকশো ...
অতঃপর ভুলে যাওয়া, সবকিছু পূর্ববত স্বাভাবিক
গলিতে টুং টাং রিকসা চলে
আবার বেনিয়ান উত্তাপ
চকবাজারের আবাসিক অন্দরে
আবার রাসয়নিক জীবন্ত মাইনের স্তুপ ... !


ফিরোজ, মগবাজার, ২১/০২/২০১৯