নিয়তির খেলায় অপবাদ - অভিশাপ
ভুল বয়ানের ছুঁচালো কাঁটায়
প্রতিনিয়ত ক্ষত-বিক্ষতের ধারা বয়ে যায়
আপন নিক্তিতে যতই
ভারসাম্য আনতে চাই
চাপিয়ে দেয়া অনাকাঙ্ক্ষিত ভরে
সদা বিচলিত - ভারসাম্যহীন


কেউ যদি একটু এসে বলতো!
“তোমার হৃদয়ে রক্তক্ষরণের হেতু কি -
তা আমি জানি …”
হালকা শীতল ঝিরঝিরে আমেজ নিয়ে
হেমন্তের হাওয়া জড়িয়ে যেতো দেহ-মন-অবয়বে
নিদারুণ বেদনার কুণ্ঠিত আর্তনাদ
কেবলই সমব্যথীর প্রশ্রয় খোঁজে।


The Indulgence of Groaning


The slander and curse in the game of fate
By the needle sticks of the wrong statement
There is a constant flow of wounds
With my sense, as much as
Even if I want to bring balance
With the loaded and unwanted burden
I am always upset and unbalanced


If someone would come and say a little!
“What causes your heart to bleed -
I know that …”
With a light cool and gentle touch
The wind of autumn would cover the body-mind-shape
The hesitated groaning of terrible grief
Only seeks the indulgence from the heart of sympathy.


ফিরোজ, দিলকুশা, ২৩/১১/২০২০,