অন্তরের গহিন প্রান্তরে প্রতিনিয়ত যুদ্ধ চলে
নিজের সাথে নিজের ছায়াযুদ্ধ
অন্তরস্থ স্ক্রীনে
কথিত নক্ষত্রের অনবরত পতন-দৃশ্য ।


ইদানীং আমার প্রত্যাশাগুলো
কেমন এক অচেনা উত্তাল সমুদ্র
আলোর গতি হতে দ্রুততায় ছুটে যেতে চায়
সময়ের বন্ধনীতে গড়া সীমানা দেয়াল চূর্ণ বিচূর্ণ করে
অনন্তকালের পার্থিব বন্ধন ছিন্নভিন্ন করে
বায়ু তরঙ্গের সব স্তর স্পর্শের পর
সাত আসমান ভেদ করে
চূড়ান্ত অনুভূতিহীন এক অনন্ত শূন্যতায় ।


তবু গতিহীনতায় পড়ে আছি এখানে
যদিও মনে হয় এখানে এক অন্ধকার বলয়
সব কিছু গ্রাস করা কৃষ্ণগহ্বর
নিয়তির বাঁধ অতিক্রম অসাধ্য বটে ।


ফিরোজ, মগবাজার, ০৮/০২/২০১৯