ব্যালকনিতে কুৎসিত কালো কাক
কর্কশ স্বরে ডেকে যায় কা - কা
অমঙ্গলের ছায়া, কোন অশুভ সময়ের ইঙ্গিত
পদে পদে বেহিসাব, লাগামহীন ঠোঁট
অনিয়ন্ত্রিত হাত, দাঁড়িপাল্লার একপাশ ভারি
শাসন-দণ্ডের অসংলগ্ন হুড়োহুড়ি
অনিয়মই নিয়ম
সুশীলের মুখ স্তব্ধ, যেন সেলাই করা
চারদিকে সুনশান নীরবতা
অস্বস্তিকর গুমোট দৃশ্যপট
এ যেন কোন এক ঝড়ের আগাম আভাস৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০২/২০১৬