যদি ইচ্ছেগুলোকে কাঁটাতারে বেঁধে ফেলা হয়
বেঁচে থাকার সাথে যদি ছিনিমিনি খেলা হয়
যদি দিন যাপনে কুহেলিকার ছায়া ফেলা হয়
যদি জালের মতো বিছিয়ে দেয়া হয় নির্মমতা
সময়ের উপর যদি স্থবিরতা চাপিয়ে দেয়া হয়
যদি প্রতিধ্বনিকে কন্টকে বিদ্ধ করা হয়
তখন অশান্ত ক্রোধ ও ক্ষুব্ধ মুহূর্ত
ফেটে পড়ে প্রচণ্ড বিক্ষোভে
আশা নিরাশায় ঝুলে থাকে দিন-রাত্রি
দুঃখ-শান্তি, সত্য-মিথ্যার দোলাচলে
চেপে বসে অসহজ নিদারুণ বাস্তবতা …


বলো তবে ! কিভাবে কণ্ঠগুলো নিশ্চুপ রয়ে যাবে
শব্দহীন বোবা মুহূর্ত বড় অসহ ভারী হয়ে ওঠে
দমবন্ধ বুকের ছাতি ফেটে যায়
ইথারে আকাশ বিদীর্ণ আওয়াজ


স্বাধীন মুখে মুখে কেনো খিল এঁটে দেয়া হয় ?
প্রতিটি জানালায় কেনো পর্দা ফেলা হয় ?
বিবর্ণ অঙ্গনে অঙ্গনে অসহ্য ছটফটানি
ভয়ানক যন্ত্রণায় কাতর কাঁটাতারে বদ্ধ ভূ-স্বর্গ
চাপা পড়ে থাকে বীভৎস নিপীড়নের চিৎকার, আর্তনাদ …


The Fading Part of the Earth-heaven


If the options are tied to the barbed wire
If ducks and drakes are played with survival
If the shadow of the mist is cast in day to day life
If the cruelty is spread like a net
If the stagnation is imposed over time
If the echoes are pierced to the thorns
Then the wild anger and the moment of distraction
is burst out in a fierce protests
The day and night are hanged with the hope and despair
In the wavering of peace and sadness, truth and lies
The nasty-stubborn-reality is embraced …


Say it! How the voices will remain silent
The speechless moment without any noise becomes extremely unbearable
The width of chocked chest is spilt
The sound in ether passes through the sky


Why is the bolt tighten on open mouth to mouth?
Why is the cover put in each window?
Unbearable fidgetiness at the faded yard to yard
Earth-heaven gripped by barbed wire is afflicted with horrible pain
The yell, groaning of brutal torture are veiled …


ফিরোজ, দিলকুশা, ০৫/০২/২০২০