একটু একটু ক্ষয়ে যাওয়া মূল্যবোধ
আষ্টে-পৃষ্ঠে অবরুদ্ধ জালে
সর্বনাশী পতনের মৃদু-লয়ে রসাতলে
জাল ছিঁড়ে ছিঁড়ে
ধ্বংসের সীমান্ত পেরিয়ে
আবার যদি মুড়ানো যেত
হিতকর সুনিবিড় শামিয়ানা-ছায়ায়
বড় ভালো লাগতো !


কিংবা কোন এক আচম্বিত ঝড়ে
মূল উপড়ে পড়া বৃক্ষ
আবার যদি উঠে দাঁড়াতে পারতো
বড় ভালো লাগতো !


এমন কোন দৃশ্য, ভূমিধসে
ক্রমেই হেলে পড়ছে স্পর্শকাতর ইমারত
পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে
শেষ হয়ে যায় যায়
হঠাৎ মাটি ফুঁড়ে দাঁড়িয়ে গেল ঠেস
অতঃপর ধীরে ধীরে মেরামত
শক্ত ভিত্তির উপর, ভারী মজবুত
বড় ভালো লাগতো !
স্বস্তির সুস্থিরতায়
বড় খুশি হতো নাগরিক জীবন ।


ফিরোজ, দিলকুশা, ২১/০৩/২০১৮