ইথারে উচ্চরোলে শোরগোলের শব্দ
একপা-দু’পায়ে ঘটনার কেন্দ্রস্থল
কতিপয় নষ্ট যুবকের হিংস্র আস্ফালন
অবিরত আঘাতে আঘাতে
নেতিয়ে পড়া একটি দেহ, দেহটির
শুভ্র শ্মশ্রুমণ্ডিত বয়স্ক মুখমণ্ডল
ক্ষতবিক্ষত দেহে
ক্রমাগত গড়িয়ে পড়া রক্তের ধারা
দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার
এই ছিল অপরাধ !


বাতাসে ভেসে এলো
ক্ষোভের মুখ নিঃসৃত গালি
সুস্থ চেতনে জাগ্রত রগচটা যুবক
প্রশ্ন তোলে, তোরা
লোকটিকে মারিস কেন ?


ওরা ভারী ক্ষমতাধর কূটকৌশলী
কেন গালি দিল রগচটা সরল যুবক !
নিয়ন্ত্রিত শত মুখের প্রচারণায়
আসল অপরাধ আড়ালে !


বড় বড় গণকযন্ত্রে হিসাব চলে
রগচটা যুবকের অপরাধ কতটুকু ?
বোধে ভাস্বর বুক্ক জনপদ
গালি দেয়া যুবকের অপরাধের ওজন কত
এখন সেই বিচারে মগ্ন !


ফিরোজ, মগবাজার, ১৩/০৪/২০১৮