ছিলাম বসে ছায়ার পাশে
নদীর তীরে শ্রান্ত হয়ে
ঝিমেতে নিম ঘুমেতে ঝিম
পথিক হাটে ক্লান্ত পায়ে ।


বনের মালি ফুলের ডালি
মনের বনে ফুল তুলি
মধুর ততো সুবাস যতো
ফুল হারালো ডালগুলি ।


স্মৃতির পাতা সেদিন কথা
দিচ্ছে শুধুই উঁকিঝুঁকি
স্নিগ্ধ কানন তৃপ্ত আনন
হৃদয় পটে আঁকিবুকি ।


তোমার যতো আমার মতো
কতো কথার মালা গাঁথা
নূপুর পায়ে শ্যামল গাঁয়ে
পাতার পিঁড়ি আছে পাতা ।


রীতিতে ছিল প্রীতিতে ছিল
ছিল যে সুখ অনাবিল
সে প্রীতি নষ্ট মনে যে কষ্ট
অগ্নি জলে না হয় মিল ।


তোমার কথা আমার ব্যথা
আমার কথা বলি আমি
তাদের কথা তাদের ব্যথা
জানে তারা ও অন্তর্যামী ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৭/১২/২০১৬