অন্তরের ঠিক মধ্যখানে
জন্মানো নির্মল কুসুমকানন
তারই একপাশে
সবুজ অরণ্যে সুশোভিত
পাহাড়ী ঝরনার কলকল বয়ে চলা
সে এক স্বচ্ছ সলিল স্রোতস্বিনী ।


বসন্তে এ কানন
প্রস্ফুটিত পুষ্পে সুরভিত
বরষায় ঝরঝর বৃষ্টিবারি
গ্রীষ্ম দুপুরের, কিংবা
জ্যোৎস্নার আড়ালে লুকিয়ে পড়া
রাত্রির আবিষ্ট সময়
অনুপম উপবনে
অনাবিল হর্ষে কেটে যায় বেলা
দিনে দিনে বহুদিন ৷


সে হৃদ-কাননে
সহসা বহে তীব্র হিমানীস্রোত
কঠিন বরফ প্রাবরণে
ধূসর হলো বাগানের সবুজ
ঝরনা সলিল যেন জমাটবদ্ধ ক্ষত
অথচ, প্রত্যাশার উদ্যানে
এমন হোক চাইনি কখনো
চেয়েছিনু, চেত-কাননে শুধুই
শিশিরের ফোঁটা ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০২/১১/২০১৬