সেবা ব্রতে বড় মনে করেছিলে পণ
টগবগে তারুণ্যের মেধাদীপ্ত মন
ভয় নয় অণুজীবে উদ্দীপ্ত লড়াই
হাতিয়ার নিরাপদ সুবিধা ছাড়াই ।


সব ঝুঁকি নিজ কাঁধে বাড়ালে সে হাত
যে হাতের ছোঁয়াতে ভুলে যায় ঘাত
ভালোবেসে মানুষেরে করিলে আপন
জীবন বাঁচাতে তুমি দানিলে জীবন ।


প্রেরণায় তুমি ছিলে বড় এক ছাতা
মানবতা মানুষের তুমি বড় দাতা
দেখনি আপন স্বার্থ নিজ ঘর ভারে
কত বড় মন হলে সব দিতে পারে !


মানবতা ভালোবাসা করোনিকো ছিন্ন
বিলিয়ে নিজের জীবন রেখে গেলে চিহ্ন ।


(ডাক্তার মঈন - যিনি করোনা আক্রান্ত মানবতার সেবায় নিয়োজিত হয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে জীবন দিয়ে চিহ্ন রেখে গেলেন, তার স্মরণে নিবেদিত।)


ফিরোজ, মগবাজার, ১৮/০৪/২০২০