সারি সারি সু-উচ্চ নারিকেল বৃক্ষাগ্রে
পচনরোগে আক্রান্ত কাঁদি ভর্তি মুছি
টুপ-টাপ ঝরে পড়ে
ভুপৃষ্টের নরম মাটিতে
কিংবা ছোট ছোট জীবের থেঁতলে যাওয়া মাথায়
সে পতনের চিহ্ন;
আবার মদক-অদ্রি চূড়া হতে
মাদকতার নির্ঝরিণী জনপদে বিস্তৃত।


এ-তটের শিখরী-মস্তিস্কগুলো
পচে গলে দুর্গন্ধময় - বিকৃত
মাদক-প্রস্রবণীর মদিরতায় তৃপ্ত
মদালসে বৈচিত্ত্য-নিশ্চল
মদমত্ত বাসি চিন্তায় ক্রমাগত নিষিক্ত সমাজ
লোকচিন্তনে ঝরে পড়ে স্থবিরতা
সাধারণ মগজে বাসা বাধে চিন্তা-বৈকল্য।


রোগ নিরসনে বৈদ্যের প্রয়োজন
কিন্তু সে বৈদ্য কোথায়!
সে-ও যে মদমত্ত
তার মাথায়ও পচনরোগ!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৩/০২/২০১৫