প্রথম প্রেমের রেশ থাকে চিরতর
প্রেমিকার গুরুপাপ হয় লঘুতর
ভালো লাগে যাকে তার দোষ নেই চোখে
কুলটার লঘুপাপে ফেনা ওঠে মুখে
বিস্বাদের তিক্তশেল ছোড়ে অবিরত
সুসম বচনে তবু না থাকে বিরত
সুবিচারে ভেদনীতি অদৃঢ় সতত
অরুচিতে বাঁকা মুখ কথা চিরায়ত ।


একচোখা দৃষ্টিপাত স্বজনের প্রীতি
অশান্তির চক্রজালে নয় ভালো স্মৃতি
সুনিয়মে নত হলে সুখে মন ভরে
সুনীতির অনুসার দিশা ফেরে ঘরে ।


দেখতে নারি কুনীতি নয় কভু কাম্য
সমনীতি সর্বজনে বিরাজিত সাম্য ।


ফিরোজ, মগবাজার, ০৫/০৩/২০১৯