নীতিহীনতার অন্ধ জঠরানলে
রোপিত বিষবৃক্ষ
জন্ম নেয়া শত-নিযুত আজব জীব
নামে আমরা দেশ-প্রেমিক!
সব মধু-ভাণ্ডারে শর্তহীন অধিকার
অদ্ভুত বেসাতির বাণিজ্য-দিশারী
সুফল-বাণিজ্য, কুফল-বাণিজ্য
চাকর-বাণিজ্য, বাকর-বাণিজ্য
নন্দন বাণিজ্য, বন্ধন-বাণিজ্য
মৃত্যু-বাণিজ্য, মুক্তি-বাণিজ্য
দেশ-প্রেমিক মনোনয়ন
ওহ! সে-তো ভীষণ রঙ্গ-বাণিজ্য
যেন বাণিজ্য-বাহারের শেষ নেই!
আহা! মায়ার আধার, ‍আমরাই দেশ-প্রেমিক
চেতনার বেসাতি অপার
ধন-প্রাণ সব লুটে ... রাজকোষ শূন্য
বাকি নেই আর কিছু
কলসি-বালতি কানায় কানায় পূর্ণ!


তোমরা যারা কথা বলো এক ফোটা শুদ্ধ বৃষ্টির
তোমরা যারা গান গাও একটা উচ্ছল প্রাণের
তোমরা যারা আঁকড়ে ধরো চৈতন্যের ঘর
তোমরা যারা পেতে চাও নিয়মের বর
উ-ফ-ফ ... ! তোমরাই ওরা ...
ওরা সব দেশদ্রোহী ... !


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৮/০৪/২০১৬