নদীতলে নদ
      হৃদে হলো ক্ষত
            ঢেউয়ের ছলকা,
পথ ভারী সরু
      বাতায়নে তরু
            আঁখিপাতে শঙ্কা,
চুরি গেল ঘর
      সব হলো পর
            নিয়তির চরকা,
ছেদনে বেদন
      কাঁদে সারাক্ষণ
            বাতাসের দমকা,
ধিকিধিকি জ্বলে
      অন্তর অতলে
            আগুনের হলকা,
নিনাদে বিনোদ
      নেবে নেবে শোধ
            শুধু বাজে ডঙ্কা ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৯/০৩/২০১৭