এখন আর প্রিয় সংখ্যাগুলো লিখতে পারি না
স্বর্ণালী কালি কবেই শুকিয়ে গেছে
প্রিয় কলমটিও বিদ্রোহ করতে চায়
ভীষণ উদ্ধত দ্রোহী শ্বাসেরা
প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে ‍অসামর্থ্যের বিষকণা
নাম উঠেছে সময়ের খাতায়
সময়ও কেমন যেন দীর্ঘশ্বাসের যাত্রাপথ
জমা খরচের হিসাব মিলাতে ব্যস্ত
চকচকে পাতার ডাইরিটাও দিনে দিনে
হয়ে গেছে ধুলোমলিন জীর্ণ
মনোহর স্বর্ণালী সুতোয় গাঁথা ক্রমপঞ্জি
ফিকে হতে হতে হয়ে পড়ল ধূসর পাণ্ডুলিপি ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/১১/২০১৬