যার কথাতে আপন গাত্রে, ফোসকা ওঠে সইতে নারি
যার আওয়াজে যাত্রা ভঙ্গ, সইতে তারে কেমনে পারি?
জবরদস্তি দুষ্ট বয়ান, যেমনে খুশি তেমনে থামাও
অপবাদের সিদ্ধি কলকি, বিষণ্ণতার ছুরি ঘোরাও।


মগজের কোষগুলো হায়, দোসর তরে দোষল হলে
ইতর জীব স্বভাবদোষে, কঠিন তিতায় পিত্তি জ্বলে
ডিজিটালের ভেল্কিদোলায়, গপ্‌পো ফাঁদার মিথ্যা দোলে
হাতে রাষ্ট্রযন্ত্র, শক্তিমত্তা, পেষণ করে পায়ের তলে।


ভীষণ রকম আহ্লাদিত, সুযোগ বুঝে গুজব কথায়
অধিক শোনে তে-তম কর্ণে, একটু বেশি ঘিলু মাথায়
জিহ্বাও হায় লাগাম ছাড়া, কথার বিষে অঙ্গ জ্বালায়
আপন বোধের বিরুদ্ধেও, কথার পিঠে কথা চালায়।


যাই করো না যাই বলো না, আপন কর্মে বিচার হবে
দোষল মগজ তওবা করো, বিবেক আঁকড়ে ধরো সবে
স্বভাব নিয়ত শুদ্ধ হবে, দোষল মগজ সুস্থ যবে
মুক্তি মিলবে আলোর পানে, দূষণ থেকে ফিরলে তবে।


অন্ধকারের সুপ্ত রেখায়, বাতিঘরের প্রদীপ জ্বালো
শেষ প্রহরে আঁধার চিরে, নীল দিগন্তে ঊষার আলো
ও ভাই, ও বোন, বন্ধু সবে, ভাঙো গুপ্ত কাঁটার বলয়
নতুন আশার খেয়াতরী, বহে সুস্থ বোধের মলয়।


ফিরোজ, মগবাজার, ০৬/০৪/২০২১