নাব্যতা হারায়ে নদী স্থবিরতা জরা
বিষণ্ণ অপ্রসন্নতায় যৌবনের খরা
ঢেউয়ে ঢেউয়ে নুড়ি জমে সমুদ্রের তটে
হৃদয়ের ফোটে ফুল প্রসন্ন সে পটে
ঝরনারও ধারা পথে যদি পড়ে বাঁধ
সমুদ্রের নোনা জলে ভরে ওঠে নদ
পাল তুলে তরণীর কুলকুল তান
মাঝিরও কণ্ঠে সুর ভাটিয়ালী গান
পলি জমে ডুবোচর স্রোতহারা ঘাটে
বাঁকে বাঁকে ধরে ঘুণ সময়ের জটে
নাব্যতা-গতিতে চলে নদী ও জীবন
ধারাপাতে ডুবোচর, অসহ যাপন ৷


ফিরোজ, মগবাজার, ২৮/০৮/২০২০