খাদ্যবিহীন কবরের ক্ষুধা
চাদর হারিয়ে কুয়াশায় ঢাকা নগ্নতা
শীতের মধ্যে চিৎকারের ধ্বনি
আমি কেঁদেছিলাম বৃষ্টির জন্য, হে বৃষ্টি !
হাড়, বরফ, ধূলিকণার জমিনে
আর পাথরের জমিনে
বীজগুলো গজিয়ে উঠুক, ফুলগুলো ফুটতে দাও
কর্ষণ করো নিষ্ফলা বন্ধ্যভূমিকে
আগাছার শিকড়গুলো উপড়ে ফেলো
আর বৃক্ষাদির গুরুভার নামিয়ে আনো


হে বৃষ্টি ! তুমি এলে অবশেষে
ভেজাবে বলে আকাশ ও মেঘেরা ভেঙে পড়লো
শিলাগুলো চোখ মেলে চূর্ণ-বিচূর্ণ হলো
তোমার উপহারে উপচে পড়া প্রবাহ
পদ্মা, তিস্তা, ভৈরব - শত শত নদ-নদী
চরগুলো কাদা হয়ে গেলো
নড়ে উঠলো কবরগুলো, ঝাঁকুনি দিয়ে উঠে পড়ল সব লাশ
লাশেদের হাড়ে হাড়ে রুদিত চিৎকার
ধন্য হে ঈশ্বর, তোমার দানে
বৃষ্টির বন্ধু, হে বিধ্বংসী প্লাবন
হায়রে বৃষ্টি, হায়রে প্লাবন !


                                                       (ক্রমশ)


ফিরোজ, দিলকুশা, ০৯/০৯/২০২০