হৃৎপিণ্ড খামছে ধরেছে শকুন
অবিরত রক্ত ঝরে
সমর্থের কংক্রিট-ভিতে নিত্য ছিটা লবণের
ভিত্তিমূলের শিথিলতা ভাঙ্গে জমাট পাথর
ভারী বিবর্ণ প্রতিষ্ঠান পথ ধরে বিলোপের
মনে হয় অস্তিত্ব নামেই কেবল
দুরাচারে চূর্ণ করে
সুবিচারের ভাষাগুলো একপেশে রূপান্তর
নিয়ত বর্ধিত জুলুম একচোখা নিয়মের
বিরত শৃঙ্খলার হাত অপরাধ ঠেকানোর
বিপরীতে অপরাধী হাতের পেশি
ক্রমাগত শক্ত করে
মনে বিষাদ হাপিত্যেশ নাদান সাধারণের
মুখে মুখে কুলুপ আঁটা মধ্যরাত নিঃশব্দের
চোখে চোখে ঢাকনা পড়ে আলোরোধী চশমার
আগ-বাড়ে অভিমুখ খাদের প্রান্ত
নিঃস্ব হবে ধীরে ধীরে ।


ত্যাগে দামে কিনে নেয়া লাল-সবুজ
মুক্ত শ্বাস স্বাধীনতা
এখনও পারিনি নিতে তার ঐশ্বর্য-বিভব
আমি তুমি সে আমাদের ভারী অসহায় ভাব
স্বার্থপর দ্রোহের হাত শুধু গুটানো স্বভাব
এখনও শ্বাস আটক হাহাকার
এখনও অধীনতা !


জবাবের খাতাতে বর্ধিত কলাম
ক্রমাগত লিখিত দায়ের হিসাব
সম্মুখের প্রশ্নকে একবার ভাব
আগামীর প্রজন্মে কী দেবে জবাব !


ফিরোজ, মগবাজার, ০৪/০১/২০১৯